লক্ষ্মীপুরে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান জিহাদ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল ভোররাতে তাকে আটক করা হয়। দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক হয়েছেন। ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা টোল প্লাজা থেকে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী বাঙ্গাল কান্দা গ্রামের সোহেল শেখ, জুলহাস মুন্সী ও রমজান মুন্সী।
এ ঘটনায় রাতেই পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা করেছে। তাদের গতকাল দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।