হবিগঞ্জে ৮-১০টি ডাকাতি ও মাদক মামলার আসামি জুয়েল মিয়াকে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের একটি আমবাগান থেকে গতকাল সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তার জুয়েল মাধবপুরের রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে। ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসান জানান, জুয়েল চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি।
গতকাল সকালে তিনিসহ তার সহযোগীরা ওই এলাকা দিয়ে মাদক পাচার করছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থলে ৬০ কেজি গাঁজা পাওয়া গেছে। জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে জানান মাহমুদুল হাসান।