দুই শিশুসন্তানকে বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, স্বামীর পরকীয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল বাড়িতে সবার অনুপস্থিতিতে অভিমান করে স্ত্রী রত্না খাতুন দুই পুত্রকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। জানাজানি হলে প্রতিবেশীরা তাদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুসন্তানের মৃত্যু হয়।
মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো- কালিকাপুর গ্রামের হাসান শেখের পুত্র মাহির (৫) ও আরিয়ান (৯ মাস)।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।