দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ছাড়া নীলফামারী, নেত্রকোনা, রংপুর ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
দিনাজপুর : জেলার পার্বতীপুরে গতকাল পার্সেলবহনকারী গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শুকদেব ও শাহিনুর নামে দুজন মারা গেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চিরিরবন্দরে বালুবাহী ডাম্পট্রাকের চাপায় নিহত হয়েছেন শাহাজুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক। নিহত শুকদেব (৪৫) ও শাহিনুর (৩৫) পার্বতীপুরের জাহানাবাদ গ্রামে বাসিন্দা। শাহাজুল ইসলাম (৫৬) নবাবগঞ্জ উপজেলার কুশদহ গ্রামের নিয়ামত উল্লাহর ছেলে।
নীলফামারী : জলঢাকায় ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মারা গেছেন দুজন। মন্থেরডাঙ্গা এলাকায় গতকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- চৈতনের ঘাট এলাকার সিরাজের ছেলে আবদুস সালাম (৬৫) ও অটোচালক রনি (৩৫)। ট্রাকচালককে আটক করা হয়েছে।
নেত্রকোনা : নেত্রকোনা-মদন সড়কে গতকাল বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে কামরুজ্জামান কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। কামরুজ্জামান কামাল আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর : কর্মস্থালে আসার পথে ট্রাকচাপায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় নজির হোসেন নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জ : গজারিয়ায় গত রাতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে স্বাধীন হোসেন সুমন (৩৬) নামে একজন মারা গেছেন।