হবিগঞ্জ সদর উপজেলার কালনি গ্রামে চাঞ্চল্যকর সৌদি প্রবাসী দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দোলোয়ার হোসেনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তারা। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় ৬০ আসামির মধ্যে ৪৩ জন কারাগারে গেলেন। এর আগে একই মামলায় জেলার চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ছয় আসামিকে আটক করে আদালতে সোপর্দ করে র্যাব।
জানা যায়, ওই গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সঙ্গে একই গ্রামের বর্তমান ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২২ জানুয়ারি দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় সৌদি ফেরত প্রবাসী দিপু মিয়াকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।