রংপুরে ১৯৯ বোতল ফেনসিডিল ও ২৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারিতে ১৯৯ বোতল ফেনসিডিলসহ মো. রিন্টুকে (৩৫) ও রাতে নগরীর তাজহাটে ২৩ কেজি গাঁজাসহ মানিক মিয়া (৪০) এবং তোয়াজ্জল হোসেনকে (২৭) আটক করা হয়। গতকাল র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।