ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গতকালও ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা কনকনে শীতে দুর্ভোগে পড়েন। বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি বন্ধ ছিল। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি নোঙর করে থাকে। আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে আটকে থাকে। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম আবদুস সালাম বলেন, সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে।