শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শীতার্তদের মধ্যে হাজার কম্বল বিতরণ করা হয়েছে। সোনারগাঁ উপজেলা বিএনপি এ আয়োজন করে। শম্ভপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান।