ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক ইউপি সদস্যের গুদাম থেকে ৪৯ বস্তা ভেজাল টিএসপি ও ডিপিএ সার জব্দ করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার দাঁতম ল গ্রামে মেসার্স কাউছার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাউছারের গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউস সারোয়ার। তাকে সহযোগিতা করেন কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। দাঁতম ল গ্রামের একাধিক কৃষক বলেন, কয়েক বছর ধরে কাউছারের কাছ থেকে সার কিনে জমিতে দিয়ে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বিষয়টি কৃষি অফিসকে জানাই।