বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে একটি ব্যক্তিগত গুদাম থেকে খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৬০০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে দুজনকে। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন- গুদামমালিক কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার ও কর্মচারী বারাশিয়া গ্রামের দাবির উদ্দীনের ছেলে আবদুর রসূল।
ফকিরহাট থানার ওসি এস এম আলমগীর কবীর জানান, উপজেলা সদরের কেরামত আলী মার্কেটে মজুমদার ভান্ডার নামক ব্যবসাপ্রতিষ্ঠানের গুদামে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল মজুত করেছে খবর আসে পুলিশের কাছে। রাত ৯টার দিকে অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক ও ৬০০ বস্তা চাল জব্দ করা হয়।