পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসির শিক্ষার্থী রিয়া মনি আক্তার মিলার ঝুলন্ত লাশ হোস্টেল থেকে গতকাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিয়া মনিকে স্ত্রী দাবি করা যুবক নাহিয়ানকে আটক করা হয়েছে। সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, লাশ জন্য মর্গে পাঠানো হয়েছে। রিয়া দশমিনা উপজেলার মনিরুল ইসলামের মেয়ে। রিয়ার রুমমেটদের বরাত দিয়ে কলেজের অধ্যক্ষ মোদ্দাচ্ছির বিল্লাহ জানান, রবিবার সকালে অন্য ছাত্রীরা নাশতা করতে যান। তারা রুমে ফিরে ভিতর থেকে দরজা বন্ধ দেখেন। জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান রিয়ার লাশ ঝুলছে। দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। রিয়া ছাত্রী নিবাসের ২০০১ নম্বর কক্ষে থাকতেন।