বগুড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ২ শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের ৭ ও ১৬ নম্বর ওয়ার্ডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবদুল হামিদ বেগ, রেজাউল করিম রেজা, সারভি উল আলম সুমন প্রমুখ।
অন্যদিকে বগুড়ায় স্ট্রান্ডেড পিপুলেস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি)-এর উদ্যোগে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ২৫০ জন উর্দুভাষী অসহায় জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় শহরের কলোনি সংগঠন কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করে। এতে উপস্থিত ছিলেন আবদুল কাইয়ুম, এম শওকত আলী, আতিকুর রহমান মিঠু, ফেরদৌসী আরা রুনা, অ্যাডভোকেট জহুরুল ইসলাম জিয়া প্রমুখ।