বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের একটি চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার রাত ১০টার দিকে মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোলের বালুর মাঠ এলাকায় অভিযান কালে চোরা শিকারিরা পালিয়ে গেলেও তাদের শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডয়া কর্মকর্তা লে. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১০টার দিকে সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচাকারীরা মোংলার জয়মনিরঘোল এলাকার দিকে আসছে এমন খবর পেয়ে কোস্টগার্ডে হারবাড়িয়া ষ্টেশনের সদস্য অভিযানে নেমে বালুর মাঠ এলাকা থেকে হরিণের একটি চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার করে। এসময়ে চোরা শিকারিরা পালিয়ে গেলেও শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে উদ্ধার করা হরিণের চামড়াসহ মাংস ও নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সুন্দরবনের নন্দবালা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএ