ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী অংশে বাস চাপায় তাসিন (১২) নামে এক অষ্টম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে ফুলগাজীর কলাবাগান এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত শিক্ষার্থী তাসিন উদ্দিন (১২) ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে সদর ইউনিয়নের বাশুড়া গ্রামের প্রবাসী জাফর মিয়ার একমাত্র ছেলে। সে কিসমত বিজয়পুর মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে প্রাইভেট শেষে সাইকেলে করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম