কুমিল্লার লাকসামে আবদুল জলিল (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্যাতনের শিকার ওই বৃদ্ধ।
১ মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে বয়োবৃদ্ধ আবদুল জলিলকে টানাহেঁচড়া করছে এক ছেলে। পিঠ ও ঘাড় ধরে একের পর এক ধাক্কা দিচ্ছেন তিনি। গায়ের গেঞ্জি টানতে টানতে একপর্যায়ে ছিঁড়ে যায়। রশি দিয়ে দুই ছেলে বাবার হাত-পা বাঁধছে। পরে বাবার মুখে গরম পানি ঢালছে তারা। এ সময় ওই যন্ত্রণায় চিৎকার করছেন।
বৃদ্ধ আবদুল জলিল জানান, তার স্ত্রী রিনা আক্তার (৪৫), ছেলে নোমান (২০) ও রকি (১৬) এবং মেয়ে নাজমিন (২৬) ঘটনার সঙ্গে জড়িত। তার অভিযোগ, বড় ছেলেকে বাদ দিয়ে বাকি সন্তানদের সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে এমন নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তার স্ত্রী রিনা আক্তারের দাবি, জলিল তাকে প্রায় মারধর করেন। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, ‘নির্যাতনের ভিডিওটি আমাদের নজরে এসেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’