হরিপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আহত হয়েছেন অর্ধশতাধিক। শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। গতকাল দুপুরে হরিপুর উপজেলা গেদুরা ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান।
স্থানীয়রা জানান, হরিপুরের গেদুরা ইউনিয়নে চার বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটঘরিয়া গ্রামের মাহতাব গংয়ের সঙ্গে বেলডাঙ্গী গ্রামের ইয়াসিন, নুরুল গংয়ের বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলছে। জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। গতকাল আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের জন্য এলাকায় গেলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ এবং অগ্নিসংযোগ করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার ঘটনাও ঘটেছে। এতে দুই পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।