দিনাজপুরে বিরল প্রজাতির ধূসর রঙের লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার হয়েছে। পাখিটির ওজন প্রায় এক কেজি। বিরলের রানিপুকুর ইউনিয়নের বোর্ডহাট মহাবিদ্যালয়ের ক্লাসরুম থেকে লক্ষ্মীপ্যাঁচাটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। রামসাগর জাতীয় উদ্যানে বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হয়ে উড়তে পারলেই ছেড়ে দেওয়া হবে জানায় বন বিভাগ।
স্থানীয়রা জানান, বিরল বোর্ডহাট মহাবিদ্যালয়ের কর্মচারী শাহীন ক্লাসরুমে প্রবেশ করতেই প্যাঁচাটি দেখতে পান। এরপর উদ্ধার করে প্রভাষক বিধান দত্ত তার কাছে রাখেন। বিরল ধর্মপুর বনবিট অফিসার মহসীন আলী প্যাঁচাটি নিয়ে যান। পাখিটি অসুস্থ থাকায় চিকিৎসার জন্য পাঠানো হয় ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে। বিরল ধর্মপুর বনবিট অফিসার মহসীন আলী জানান, উদ্ধার প্যাঁচাটি বিলুপ্ত প্রায় প্রজাতির। অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য রামসাগর দীঘি জাতীয় উদ্যানে হস্তান্তর করা হয়েছে। সুস্থ হলে আবার প্রকৃতির মাঝে অবমুক্ত করা হবে। লক্ষ্মীপ্যাঁচার দেহের গড়ন আকর্ষণীয়।