বগুড়ায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আজ শুরু হবে। শহরের ঠনঠনিয়া হাসপাতাল মাঠে বিকালে মেলার উদ্বোধন করা হবে। বগুড়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এবং ব্রাদার্স করপোরেশনের বাস্তবায়নে মেলায় ৬টি প্যাভিলিয়ন ও ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ উদ্যোক্তারা অংশ নেবেন। প্রতিদিন ২০ টাকা প্রবেশ ফির মাধ্যমে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস জানান, মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন। পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরাও সংগীত পরিবেশন করবেন।