বগুড়ার সারিয়াকান্দিতে চলছে পাঁচ দিনব্যাপী পৌষমেলা। গ্রামীণ ঐতিহ্যবাহী এ মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড়। প্রতিদিন ঘোড়দৌড় এবং মেলা দেখতে মানুষের ঢল নামছে। গত বুধবার শুরু হওয়া মেলা শেষ হবে আজ। ঘোড়দৌড় দেখতে গতকাল দুপুরে সমবেত হন হাজার হাজার মানুষ।
নানা সাজে টগবগিয়ে খুরের আওয়াজ তুলে দৌড়ায় রঙে-বেরঙের ঘোড়া। উৎসবমুখর পরিবেশে ঘোড়ার দৌড় ও সাওয়ারিদের রণকৌশল উপভোগ করেন গ্রামীণ জনগণ। ঘোড়দৌড় দেখতে আসা বগুড়ার গাবতলীর জাহিদুল ইসলাম জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়দৌড় উপভোগ করতে তিনি মেলায় এসেছেন। গ্রামীণ জনপদে ঘোড়ার দৌড় ঘিরেই সাধারণ মানুষ মেতে ওঠে অপার আনন্দে। বিপুল সংখ্যক দর্শক ভিড় করে প্রতিযোগিতায়। মেলা কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল জানান, পৌষ মাস উপলক্ষে আট বছর ধরে এ মেলা আমাদের গ্রামে বসে। মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতেই আত্মীয়-স্বজনের আগমন ঘটে। এলাকা আনন্দ ও উৎসবে মেতে থাকে।