টঙ্গীতে মাসুদ (২৯) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে বড় দেওড়া আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পুলিশের পোশাক, একটি হ্যান্ডকাফ, পিস্তলের কভার, ইউনিফর্মের বেল্ট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাসুদ নওগাঁর আত্রাইল থানার আশরাফুল ইসলামের ছেলে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান বলেন, মাসুদ পুলিশ পরিচয় দিয়ে বাসাভাড়াসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মামলার পর গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে।