নেত্রকোনায় উদীচীর ১৬তম জেলা সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকালে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম। উদীচী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সহসভাপতি আবদুস সালাম রিপন, বিভাগীয় কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সারোয়ার কামাল রবিন, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ। এদিকে চুয়াডাঙ্গায় উদীচীর সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাহিত্যিক ও গবেষক অধ্যাপক এম এ মুহিত। উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সহসভাপতি শেখ ফরিদ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ মজনুর রহমান, অধ্যাপক নূর উদ্দিন প্রমুখ।