সুন্দরবন থেকে শিকার করে আনা ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাকারবারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বাগেরহাটের মোংলা ফেরিঘাট এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংসসহ ওই চোরাকারবারিদের আটক করা হয়। গতকাল মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোংলা কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কোস্টগার্ড সদস্যরা মোংলা ফেরিঘাট এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি চালায়। এ সময় ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাকারবারিকে আটক করা হয়। মাংস ও মাইক্রোবাসসহ আটক চোরাকারবারিদের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।