গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাবিরাট এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক সাঁওতাল নারীকে মারধর ও তার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে ভুক্তভোগী ফিলুমিনা হাঁসদার ছেলে জুলিয়াস সরেন বাদী হয়ে গোবিন্ধগঞ্জ থানায় মামলাটি করেন। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে দুপুরে মারধর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজারহাট বাজারে এ প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মারধরে আহত ফিলুমিনা হাঁসদা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বলেন, জমিজমা-সংক্রান্ত বিষয়ে এক সাঁওতালের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা হয়েছে।