‘তেভাগার চেতনা ভুলি নাই, ভুলবো না’ স্লোগানে তেভাগা আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা হয়েছে। তেভাগা পরিষদ দিনাজপুরের আয়োজনে গতকাল এ কর্মসূচি পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী শ্রেণি সংগ্রাম শুরু হয়েছিল তেভাগা আন্দোলনের মধ্যদিয়ে। তৎকালীন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ‘জান দেবো তবু ধান দেবো না’ এ স্লোগান এবং পরবর্তীতে বুকের রক্ত দিয়ে তেভাগা আন্দোলনের চেতনা বাস্তবায়ন করা হয়েছিল। মনে রাখবেন, কারও অধিকার কেউ হাসিমুখে দেয় না। এর জন্য আন্দোলন, লড়াই, সংগ্রাম করতে হয়। আলোচনা সভায় জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক হবিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রেয়াজুল ইসলাম রাজু, শহিদুল ইসলাম শহিদুল্লাহ।