ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম ও গাইবান্ধায় সড়কে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জ : গতকাল ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন দুজন। বৃহস্পতিবার রাতে সিরাজদিখানের নিমতলায় মাওয়ামুখী লেনে কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুজন নিহত হন। নিহতরা হলেন- জীবন (৪৪), রায়হান (২৪), মোহাম্মদ রাকিব (২৫) ও সবুজ (৩৫)।
দিনাজপুর : বিরামপুর শহরের মির্জাপুরে ট্রাকচাপায় হাবিবুর রহমান (৪৫) নামে এক অটোরিকশা চালক মারা গেছেন। অন্যদিকে নবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক রাতুল মিয়া (২২) মারা যান।
সিলেট : সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী আজমান আলী (১৮) নিহত হয়েছেন।
চট্টগ্রাম : পটিয়ায় প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব নামে এক চালক নিহত হয়েছেন।
গাইবান্ধা : গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় জাহিদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।