চাঁদপুরে চালু করা হয়েছে শিশু পুনর্বাসন কেন্দ্র। গতকাল জেলা শহরের কোড়ালিয়া রোড এলাকায় ভাড়া ভবনে মেয়ে শিশুদের জন্য এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
সমাজসেবা অধিদপ্তরের অধীনে এ প্রতিষ্ঠানে আসন সংখ্যা ১০০। মেয়ে শিশুরা ১৮ বছর পর্যন্ত এ প্রতিষ্ঠানে বিনা খরচে থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসা সুবিধা পাবে। চাঁদপুর জেলা সমাজসেবা উপপরিচালক নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।