ছয় জেলায় গতকাল সড়কে প্রাণ গেছে আটজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কক্সবাজার : উখিয়া ও ঈদগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- লিটন (১৮), আবদুর রহমান (১৮) ও আরমান (২৮)।
বরিশাল : গৌরনদীতে যাত্রীবাহী বাসচাপায় মারা গেছেন এক মোটরসাইকেল চালক। তিনি হিজলা উপজেলার বাবুল চৌধুরীর ছেলে।
খাগড়াছড়ি : সিমেন্ট বোঝাই ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম ফিরোজ (২০)। বাড়ি বান্দরবনের লামা।
চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় প্রাণ গেছে নিশান আহমেদ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর। এ সময় মোটরসাইকেল চালক আশিক আহত হয়েছেন।
ঝিনাইদহ : সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় লিয়াকত আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চুনিয়াপাড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে একজন মারা গেছেন।