চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি এই শহরের সন্তান। এই শহরেই আমার বেড়ে ওঠা। তৃণমূলের কোথায় কী সমস্যা, তা আমার জানা আছে। ইতোমধ্যে সমস্যা চিহ্নিত করে কাজ শুরু করেছি। ধীরে ধীরে এর সুফল পাবেন। আমাকে একটু সময় দেন। আমার ওপর আস্থা রাখুন।’
গতকাল দুপুরে নগরের কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চসিকের সচিব মো. আশরাফুল আমীনের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী, বর্তমান আমির নজরুল ইসলাম, ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে মেয়রের এক বছরের কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন ও উন্নয়ন প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। মেয়র প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম উদ্বোধন করেন।