সপ্তাহের শুরুতেই বড় দরপতন ঘটেছে শেয়ারবাজারে। গতকাল সূচক কমেছে ৭৫ শতাংশ। গত সপ্তাহেও একই ধারা অব্যাহত ছিল। ঢালাও এ দরপতনের সঙ্গে লেনদেন হ্রাস পেয়েছে। সপ্তাহের প্রথমদিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে মূল্য সূচকেরও বড় পতন হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৩১৪টির আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৪৪ কোটি ৫০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২ কোটি ১০ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল সামিট এলায়েন্স পোর্টের শেয়ার। ৪৪ টাকা ৬০ পয়সা থেকে কমে ৪০ টাকা ৬০ পয়সায় কোম্পানিটির ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৩ লাখ টাকার। ১৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। সিএসইর সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭৮ প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৪টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ৯৪ লাখ টাকা।