আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই-এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। সরকার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তাদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে এবং বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। তাদের ব্যাপারে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গতকাল নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বিএনপি নেতা-কর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।
এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দক্ষতা নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দুদক অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনতে পারেনি। বিচারও করতে পারেনি। তাদের কার্যক্রম দৃশ্যমান নয়, অথর্ব অবস্থায় আছে। নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে লাঞ্ছিত করা হয়েছে-এমন খবরকে অপপ্রচার আখ্যা দিয়ে রিজভী আহমেদ বলেন, এসব মিথ্যা ও ভিত্তিহীন। এখনো ষড়যন্ত্র চলছে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের ঐকবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।