রাজধানীর আদাবরে মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে গতকাল মো. রিপন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী আরজু বেগমও আহত হয়েছেন। রিপন আদাবরের ১০ নম্বর রোডের বালুর মাঠ এলাকায় রহমানের বাড়ির কেয়ারটেকার ছিলেন। নিহতের ছেলে ইমন সরদার জানান, গতকাল ভোরে রবিউল, ফর্মা জামাল, বেলচা মনির, তার ভাই বাবুসহ ১০-১২ জন তাদের বাসার সামনে আসে। এ সময় ৫-৬ জন বাসার ভিতরে ঢুকে রিপনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। স্ত্রী আরজু বেগম ও ছেলে ইমনকেও মারধরে আহত করে। হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রিপনকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।