সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের আশ্রয় নিয়ে বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
দুদক জানায়, ২০২৩-২৪ অর্থবছরে দেশের প্রতিটি জেলায় ক্রীড়া কর্মসূচি প্রকল্পে ৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
বিভাগীয় আটটি জেলায় বরাদ্দ ছিল আরও ২ লাখ ৫০ হাজার টাকা করে। কিন্তু কোনো খরচ না করে বরাদ্দকৃত টাকাগুলো কর্মকর্তারা ভাগ করে নেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে ক্রীড়া পরিদপ্তরের সাবেক পরিচালক (যুগ্ম সচিব) আ ন ম তরিকুল ইসলামের নেতৃত্বে তদন্ত চালমান রয়েছে বলে জানা গেছে। তবে দুদক টিম প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে প্রকৃত সত্য উদ্ঘাটনে কাজ করছে।