রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে এক মৃত রোগীকে জীবিত দেখিয়ে আইসিইউতে রাখার ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। স্বজনরা রোগীর মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকের অবহেলা এবং মৃত্যুর পর তা গোপন রাখার অভিযোগ তুলেছেন। অপরদিকে এনজিওগ্রামের পর হার্ট অ্যাটক করায় ওই রোগীর মৃত্যু হয় বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক মিরাজুল মহসিন বলেন, রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। পরে তিনি আইসিইউতে মারা যান। কিন্তু মারা যাওয়া ব্যক্তির স্বজনরা জোর করে আইসিইউতে প্রবেশ করে ফেসবুক লাইভ করেন। এতে অন্য রোগীর সমস্যা হওয়ায় তাদের কর্মচারীরা বাধা দিয়েছিলেন।