দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতার অবসানে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন। গতকাল ইউজিসিতে সংস্থাটির চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ কথা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদিয়া তাসনীম ও তোসিবা কাশেম।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। এ ছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলেও তিনি জানান। সভায় নবনীতা সিনহা বলেন, দেশের পাবলিক প্লেস, গণপরিবহন, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন প্রকল্পটি বাস্তবায়ন করবে। ইউজিসি নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্প বাস্তবায়িত হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।