ফরিদপুরের সদরপুরে আদালতের আদেশ অমান্য করে ও পৈত্রিক সম্পত্তি দখল করে জোরপূর্বক মার্কেট নির্মাণের অভিযোগে উঠেছে দুই প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রফিকুল ইসলামের অভিযোগ, সদরপুর উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুর মৌজার বিভিন্ন খতিয়ানভুক্ত জমি তার মা রওশনা আরা বেগম ও খালাদের পৈত্রিক ওয়ারিশকৃত সম্পত্তি। উক্ত জমি বন্টন না করেই স্থানীয় বোরহান উদ্দিন মিয়া ও নজরুল বেপারী জোরপূর্বক পাকা ভবন ও দোকানঘর নির্মাণ শুরু করেন।
ভুক্তভোগী জানান, এ বিষয়ে ইতিমধ্যেই ফরিদপুর আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে এবং আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীরা জমিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন।
এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারীদেরকে হত্যার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অভিযুক্ত বোরহান মিয়ার সাথে মোবাইলে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, এ বিষয়ে আমারা একটি অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।