খাগড়াছড়ির রামগড়ে হত্যাকাণ্ডের শিকার মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তারের মরদেহ পোস্টমর্টেম শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর রামগড়ের স্থানীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
এ ঘটনায় রামগড় থানায় একটি হত্যা মামলা হয়েছে। রামগড় থানার ওসি মো. মঈন উদ্দিন বলেন, “সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। পারিবারিক দ্বন্দ্ব, জমিজমার বিরোধ বা অন্য কোনো কারণ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) রাতে নিজ পূর্ব বাগান টিলার বাড়িতে দুর্বৃত্তরা মা আমেনা খাতুন ও মেয়ে রাহেনা আক্তারকে গলা কেটে হত্যা করে। পরদিন বৃহস্পতিবার পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/আশিক