আজ বাজারে আসছে ১০০ টাকার নতুন নকশার নোট। এর আগে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির সম্মুখভাগে বামপাশে ষাট গম্বুজ মসজিদের ছবি ও পেছন ভাগে সুন্দরবনের ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ; এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।
নোটটিতে নীল রঙের আধিক্য রয়েছে।
নোটের সম্মুখভাগে ডানদিকে কোণায় মুদ্রিত মূল্যমান ‘১০০’ রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত; নোটটি নাড়াচাড়া করলে এর রং সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়। নোটটির সম্মুখভাগে বামপাশে ৪ মিলিমিটার চওড়া লাল রং এবং উজ্জ্বল রুপালি বার-এর সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল হতে সবুজ রঙে পরিবর্তিত হয়, যাতে ‘১০০ টাকা’ খচিত রয়েছে এবং উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগে ডানে নিচের দিকে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।