সিলেটে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে খুনের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা ও সিলেটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা। গ্রেপ্তাররা হলো- সিলেটের কানাইঘাটের পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আবদুল মজিদের ছেলে নাজমুল হোসেন রায়হান (২০) ও সুনামগঞ্জের ধর্মপাশার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে রাজু আহমদ (১৮)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।