আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার রাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের করা ২২১ রান আফগানরা টপকে যায় ১৭ বল আর ৫ উইকেট হাতে রেখেই।
বাংলাদেশ কেন হেরেছে, সে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মিরাজ। তার ভাষায়, ‘শেষদিকে আমরা জুটি পাইনি। সেখানেই সমস্যাটা হয়েছে। এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। উইকেটে কিছুটা টার্ন ছিল।’
তার কণ্ঠে শোনা গেছে আফসোসও, ‘যদি ২৬০ রানের বেশি করতে পারতাম, তাহলে ভালো হতো। আমাদের ভালো বোলার আছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট রান তুলে দিতে পারিনি।’
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়েই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেল তারা। সামনে আরও দুটি ম্যাচ বাকি। ২০২৭ বিশ্বকাপের জন্য বাংলাদেশকে যেন বাছাইপর্ব খেলতে না হয়, সেজন্য এই সিরিজটা জেতা খুবই গুরুত্বপূর্ণ।
তবু আশাবাদী মিরাজ, ‘আমাদের সুযোগ আছে। এক ম্যাচ গেছে, আরও দুটি বাকি আছে। কিছু ভুল করেছি, যত দ্রুত সম্ভব এগুলো থেকে শিখব। আমি আত্মবিশ্বাসী ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’
বিডি প্রতিদিন/এমআই