রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় শোক ও দোয়া অনুষ্ঠান করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান বলেন, ওই দিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন। বললেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেবেন। বেলা ১টা ৪ মিনিটের দিকে বের হয়ে সেখানে গেলাম। ১টা ১২ থেকে ১৩ মিনিটের দিকে দুর্ঘটনা ঘটল। প্রধান শিক্ষিকা ডেকে না নিয়ে গেলে হয়তো আমিও লাশ হতে যেতাম। তিনি বলেন, যে বাচ্চারা আমাদের ছেড়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এ দুর্ঘটনা যদি ১টা ৪-৫ মিনিটের দিকেও হতো, তাহলে আমরা আরও অনেক কিছু হারাতাম। আরও বহু মা-বাবা সন্তানহারা হতেন। কারণ, স্কুল ছুটির পর প্রায় ১০ মিনিট লাগে বাচ্চাদের বের হতে। উদ্ধারকাজে শিক্ষক-কর্মচারীদের ভূমিকার কথা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘আপনাদের কষ্ট, আপনাদের বেদনা সবকিছুর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। যদি কারও মনে এতটুকুও মনে হয় অবহেলাজনিত কারণে, এর দায় একমাত্র আমার আর কারও নয়।’