বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি। থাকবে না কোনো বৈষম্য। নতুন বাংলাদেশ গড়তে হলে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে। গতকাল বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বরিশাল জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের সমাবেশের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
আলোচনাসভা শেষে জুলাইয়ের মায়েরা শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।