এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি বছর কমপক্ষে মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা জারি করে। নির্দেশনাটি সব প্রতিষ্ঠানপ্রধানকে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, নবম থেকে তার ওপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১০ শতাংশ হারে ও দশম থেকে তার নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (১৫০০ টাকার কম নয়) বিশেষ সুবিধা পাবেন। ১ জুলাই থেকে শিক্ষক-কর্মচারীরা এ সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।