একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে গতকাল। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়। প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হবে ৩০ জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়।
দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করা যাবে ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত। ২৮ আগস্ট দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে আবেদন চলবে ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ৩ সেপ্টেম্বর এর ফল প্রকাশ করা হবে। ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম শেষে ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে। পূর্বের ন্যায় এবারও এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী কলেজ বরাদ্দ দেওয়া হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে।