মুজিববাদী সংবিধানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্খাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটা যেন ভারত কোনোভাবেই ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক চায়; সমতা ও ন্যায্যতার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি বলেন, আমরা এ মেহেরপুর থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ৫৪ বছর পেরিয়ে গেলেও সেই রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে রাষ্ট্রকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আদর্শে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে, যেখানে জনগণের আকাঙ্খা উপেক্ষিত হয়েছে।
এদিকে , বাংলাদেশই কেবল ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল। তিনি আরও বলেন, একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছে। বিবিসির রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনা নিজেই গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই খুনি হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে। এজন্য ভারতকেও জবাবদিহি করতে হবে।