রংপুরের তারাগঞ্জ উপজেলার ছাবেয়া অটো রাইস মিল ও এনএন কোল্ডস্টোরেজ লিমিটেডের গ্রাহকের অস্বাভাবিক ভূতুড়ে বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে। এ বিষয়ে ছাবেয়া অটো রাইস মিলসের পক্ষ থেকে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী রংপুরের তারাগঞ্জ উপজেলার ছাবেয়া অটো রাইস মিলস লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ মোরশেদুল আলম ডালিম ২৩ সেপ্টেম্বর রাতে রিপোর্টার্স ক্লাব রংপুর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরের অধীন রংপুরের তারাগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক ছাবেয়া অটো রাইস মিলস লিমিটেডের চলতি বছরের আগস্ট মাসের বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে ২৬ লাখ ৮১ হাজার ৩৪৭ টাকা। অথচ ওই বিলে মূল বিল উল্লেখ করা হয়েছে মাত্র ৩ লাখ ১৪ হাজার ১৪৭ টাকা।
অপরদিকে ছাবেয়া অটো রাইস মিলের বিপরীতে অবস্থিত এন এন কোল্ডস্টোরেজ লিমিটেডের ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে। সেখানে মূল বিল ৩ লাখ ৪৬ হাজার ১৮৬ টাকা হলেও অসৎ উদ্দেশ্যে পরিশোধিত বিল দেখানো হয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৯৯৭ টাকার ভূতুড়ে বিল। ২২ সেপ্টেম্বর বিল দুটি ব্যাংকে জমা দিতে গেলে কোন অঙ্কের বিল গ্রহণ করবে তা নিয়ে সংশ্লিষ্ট গ্রাহক এবং ব্যাংক কর্তৃপক্ষ বিভ্রান্তিতে পড়ে যান। এ বিষয়ে তারাগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ছাবেয়া অটো রাইস মিলস লিমিটেড ও এনএন কোল্ডস্টোরেজের ম্যানেজারের পক্ষ থেকে যোগাযোগ করলে তারা যথাযথ জবাব দিতে পারেননি।