আন্তর্জাতিক বিরতির পর আর্লিং হালান্ডের ইনজুরি ভয় ধরিয়ে দিয়েছিল ম্যানসিটি সমর্থকদের। সিটিজেনদের জার্সিতে কারাবাও কাপে নামা হয়নি নরওয়েজিয়ান ফরোয়ার্ডের। শঙ্কা তৈরি হয় বার্নলির বিপক্ষে ম্যাচ নিয়েও। যদিও এক তুড়িতে সে শঙ্কা উড়িয়ে দিলেন সিটি কোচ পেপ গার্দিওলা।
প্রিমিয়ার লিগে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় বার্নলির মুখোমুখি হবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের ফেরার লড়াইয়ে নামবে গার্দিওলার শিষ্যরা। গতবছরের ঘোর থেকে বের না হতে পারা দলটি এবারও ধুঁকছে ভীষণ। ২০২৫-২৬ মৌসুমে পাঁচ ম্যাচে মাত্র দুই জয় তাদের। তার মধ্যে হালান্ডের ইনজুরি শঙ্কায় ফেলে দলকে। যদিও শেষ পর্যন্ত তার অপেক্ষা ফুরিয়েছে।
ম্যানসিটি কোচ বলেন, ‘সে (হালান্ড) প্রস্তুত। তার সঙ্গে ফিরছে মাতেও কোভাচিচও। ’
তিনি আরও বলেন, ‘কোভা ফিরে এলে তা অনেক সাহায্য করবে। তার বোট দীর্ঘমেয়াদি, অস্ত্রোপচারও হয়েছে তার। তবে সে প্রস্তুত। ’
গার্দিওলা বলেন, ‘আমি নিশ্চিত সবাই খুশি হালান্ডের ফেরাতে। আমি নিশ্চিত, আমাদের সমর্থকদের কাছ থেকে সে কৃতজ্ঞতা পাবে, কারণ নিঃসন্দেহে সে সেটির যোগ্য।’
বিডি প্রতিদিন/নাজিম