নিখোঁজের তিন দিন পর নোয়াখালীর দুই স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গত বুধবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহায়তায় নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ ওই দুই ছাত্রীকে উদ্ধার করে। গ্রেপ্তার যুবক অপু সুনামগঞ্জের বাসিন্দা। জানা যায়, ওই দুই স্কুলছাত্রী নোয়াখালীর সেনবাগের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে। তাদের বাড়ি নোয়াখালী পৌর এলাকায়। ৩০ জুন দুপুরের দিকে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে তারা আর বাড়ি ফেরেনি। তাদের কোনো খোঁজ পাচ্ছিলেন না অভিভাবকরা। রাতেই উভয়ের পরিবারের পক্ষ থেকে সেনবাগ থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এ ব্যাপারে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, টানা তিন দিন অভিযান চালিয়ে সিলেট শহর থেকে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।