ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান দীর্ঘ ২৬ বছর ধরে সিনেমায় ইন্ডাস্ট্রি মাতাচ্ছেন। তিনি উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। তার অভিনয়গুণ ও জনপ্রিয়তার কারণে দেশের বাইরে এমনকি প্রবাসী বাঙালিদের মধ্যেও রয়েছে ব্যাপক ভক্ত-অনুরাগী। অনেকেই তাকে ভালোবেসে ‘কিং খান’, ‘নবাব’, ‘সুপারস্টার’ নামে ডাকেন। সম্প্রতি তার নামের আগে ব্যবহার হচ্ছে ‘মেগাস্টার’ শব্দটি।
ঠিক এই ‘মেগাস্টার’ শব্দটি ঘিরেই তৈরি হয়েছে আলোচনার ঝড়। অভিনেতা জাহিদ হাসান এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন, আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেছেন শাকিব ভক্তরা, যাদের ‘শাকিবিয়ান’ বলেও ডাকা হয়।
ঘটনার সূত্রপাত ঈদুল আজহার সময়। এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। সিনেমাটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে সিনেমাটি শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ছবি ‘তাণ্ডব’-এর চেয়েও বেশি ব্যবসা করছে বলে দাবি নির্মাতাদের।
এই সফলতার প্রেক্ষিতে এক গণমাধ্যমের লাইভ টক শোতে অংশ নেন জাহিদ হাসান। অনুষ্ঠান চলাকালীন শাকিব খানের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’ তার এই বক্তব্যই বিতর্কের জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শাকিব ভক্ত ক্ষোভ প্রকাশ করেন, কেউ কেউ সরাসরি কটাক্ষ করতেও ছাড়েননি।
ভক্তদের প্রতিক্রিয়া এবং চলমান বিতর্কের মুখে অবশেষে বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন জাহিদ হাসান। তিনি গণমাধ্যমে বলেন, ‘মেগাস্টার শব্দচয়ন নিয়ে আমি ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই বলেছিলাম। হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারিনি। কিংবা আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’
জাহিদ আরও বলেন, ‘শাকিব খানের ভক্তরা তাকে ভালোবাসেন, এটা স্বাভাবিক। আমি তাদের আবেগকে সম্মান করি। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে, যখন একজন শিল্পী নিজেই তার কাজের মাধ্যমে বড় হয়ে যান, তখন তার নামের আগে আর কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন পড়ে না।’
উদাহরণ হিসেবে তিনি টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, ম্যারাডোনার মতো আন্তর্জাতিক তারকাদের নাম টানেন। বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। নামটাই যথেষ্ট। আমি সেটিই বোঝাতে চেয়েছিলাম। কেউ যেন ভেবে না বসেন আমি কাউকে ছোট করেছি। আমি কি পাগল নাকি?’ (হাসি)
জাহিদ হাসান আরও যোগ করেন, ‘কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আমরা সবাই শাকিবকে ভালোবাসি। আমি তো নিজেই বলি আমি অনেক ছোট একজন মানুষ। ভুল বোঝাবুঝি হোক, তা চাই না।’
এদিকে, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমাটির সাফল্য নিয়েও আলোচনা চলছে। এই ছবিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান। সমালোচকদের মতে, সিনেমাটির গল্প, অভিনয় ও নির্মাণগুণ ‘উৎসব’-কে একটি সফল পারিবারিক চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল