পানি বাড়ছে পদ্মায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্রতিদিনই একটু একটু করে পানি বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি বেড়েছে ১ দশমিক ৫৬ সেন্টিমিটার। সর্বশেষ গতকাল বিকাল ৩টায় পদ্মা নদীর পানি ছিল ১১ দশমিক ৪৩ সেন্টিমিটার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গেল ২৫ জুন রাজশাহী সীমান্তে পদ্মা নদীর পানি ছিল ৯ দশমিক ৮৭ সেন্টিমিটার।
সরেজমিন দেখা গেছে, পদ্মা নদীতে পানির সঙ্গে ভেসে আসছে কচুরিপানা। সেই কচুরিপানাগুলো উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে আসছে। পদ্মা নদীর বুকে জেগে ওঠা ছোট চরগুলোতে পানি উঠেছে। যদিও এ চরগুলোতে মানুষের বসবাস নেই। তবে গবাদী পশুর বিচরণ আছে। সাইফুল ইসলাম নামের নৌকার মাঝি বলেন, পানি বাড়ছে পদ্মায়। সাবধানে চলতে হচ্ছে।
গত কয়েকদিন থেকে পানি বাড়ছে। নতুন পানির সঙ্গে ভেসে আসছে কচুরিপানা। কচুরিপানা আসা মানে পানি বাড়া। এখন বর্ষাকাল চলছে। এখন প্রতিদিনই বাড়বে পদ্মার পানি। পানি বাড়লে পদ্মায় জালে বিভিন্ন ধরনের মাছ হবে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, পদ্মার পানি বাড়ছে। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। তবে ১৯৯৬ সালের পর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।