রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামীপন্থি এক কর্মকর্তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী রেজিস্ট্রার আলী মো. নাসায়ের (ইমন)। তিনি ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া সাবেক রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠজন।